মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিল বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ পাওলো বেন্তো।পায়ের পেশীরচোটে ভুগতে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে কোচের দুশ্চিন্তা থাকলেও দেশের সবচেয়েবড় তারকা অবধারিতভাবেই দলে জায়গা পেয়েছেন।
এ চোটের কারণেক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার শেষ দু ম্যাচে খেলতে পারেননি রোনালদো।তবে আগামী শনিবারআতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী২৯ বছর বয়সী রোনালদো।এছাড়া পর্তুগালদলে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার নানি। বেন্তোর দলে নানিই একমাত্র ইংলিশলিগে খেলা ফুটবলার।তবে কোচের আস্থাঅর্জন করতে পারেননি ৩০ সদস্যের প্রাথমিক দলে থাকা ফরোয়ার্ড রিকার্দো কুয়ারেসমা।
১২ জুন ব্রাজিলের১২টি শহরে শুরু হবে এবারের বিশ্বকাপ। প্রতিযোগিতায় ‘জি’ গ্রুপে পর্তুগালের সাথে অন্যতিনটি দল জার্মানি,ঘানা ও যুক্তরাষ্ট্র।গোলরক্ষক: বেতো (সেভিয়া),এদুয়ার্দো (ব্রাগা),রুই পাত্রিসিও (স্পোর্টিং)।ডিফেন্ডার:আন্দ্রে আলমেইদা (বেনফিকা), ব্রুনো আলভেস (ফেনারবাচে), ফাবিও কোয়েন্ত্রাও (রিয়াল মাদ্রিদ), জোয়াও পেরেইরা (ভালেন্সিয়া), পেপে (রিয়াল মাদ্রিদ), রিকার্দো কস্তা (ভালেন্সিয়া), নেতো (জেনিত)।মিডফিল্ডার:জোয়াও মওতিনিয়ো (মোনাকো), মিগেল ভেলোসো (ডায়নামো কিয়েভ), রাউল মেইরেলেস (ফেনারবাচে), রুবেন আমোরিম (বেনফিকা), উইলিয়াম কারভালিও (স্পোর্টিং)।ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানোরোনালদো (রিয়াল মাদ্রিদ), এদার (ব্রাগা), হেল্দার পস্তিগা (লাৎসিও), হুগো আলমেইদা (বেসিকতাস), নানি (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফা (ব্রাগা), ভারেলা (পোর্তো), ভিয়েইরিয়া (ভলফসবুর্গ)।