আটকবর প্রতিনিধি:দামুড়হুদা জগন্নাথপুর খলিসাগাড়ীপাড়ায় একই পরিরারের শিশুসহ ৯ জ ডায়রিয়ায় আক্রান্তহয়েছেন।গত সোমবার সকাল ৯টার দিকে একজন ডারিয়ায় আক্রান্ত হয়।
জানা গেছে, গতকাল মঙ্গলবার একজন একজন করে ডায়রিয়া ও জ্বরে আক্রান্তহতে থাকে। এভাবে শিশুসহ একই পরিবারের ৯ জন ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হয়েছে। আক্রান্তরা হলেন- মৃত আব্দুল জলিলের স্ত্রী ফাহিদা খাতুন (৫০), ছেলে জিয়ারুল ইসলাম (৩৫), আলাল (১৮), মানারুল ইসলাম (৩২),জিয়ারুল ইসলামের স্ত্রী হাজিরা খাতুন (৩০),জিয়ারুল ইসলামের ছেলে টুটুল (১৮),মেয়ে সাদিয়া (৭),মানারুল ইসলামের মেয়ে পপি (১৬) ও নিলি (৭)।
তাদের সাথে কথা বলে জানা যায়, তারা অন্য কোথাও থেকে কোনো খাবার খায়নি। তারা নিজ বাড়ির রান্না খাবার খেয়েছে। তারা জানায়, সোমবার সকালে খাবার খেয়ে নিজ নিজ কাজে চলে যায় কিছুক্ষণ পর একজন একজন করে পর্যায়ক্রমে পরিবারের শিশুসহ ৯ জন ডায়রিয়া ও জ্বরে আক্রান্তহই।সাথে সাথে আমরা গ্রাম্য পল্লি চিকিৎসকের সেবাগ্রহণ করি।