ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের মেন গেটে তালা ঝুলিয়ে ঠিকাদারদের অনশন

 

ঝিনাইদহ প্রতিনিধি: বকেয়া ৭ কোটি টাকার বিল পরিশোধের দাবিতে ঝিনাইদহে সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদাররা অনশন কর্মসূচি পালন করেছেন। গতকালমঙ্গলবার জেলা সড়ক ভবনের মেন গেটে তালা ঝুলিয়ে স্থানীয় ঠিকাদার সমিতি এ অনশন পালন করে। এতে কার্যালয়ের ভেতরে ঢুকতে না পেরে বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঠিকাদাররা অফিস চত্বরে এ কর্মসূচিতে অংশ নেন।সমাবেশে বক্তব্য রাখেন ঠিকাদার সমিতির আহ্বায়ক অশোক ধর, যুগ্মআহ্বায়ক কাজী কামাল আহমেদ, সোহরাব হোসেন, আবদুল হাকিম, বাবুল আজাদ ওরাসিদুর রহমান রাসে। ঠিকাদাররা বলেন, ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারদের গত ২০১০ অর্থ-বছর থেকে ২০১২-১৩ অর্থ বছর পর্যন্ত বিভিন্ন সড়ক ও মহাসড়ক নির্মাণকাজের ৭ কোটি ১১ লাখ ২৫ হাজার টাকার বিল পাওনা রয়েছে। বিভিন্ন সময়ে অফিসটিতে ধর্ণা দিয়েও তারা পাওনা টাকা পাচ্ছেননা। ফলে ঠিকাদাররা পরিবারপরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। অনশন কর্মসূচি থেকে তারা দ্রুত যোগাযোগ মন্ত্রণালয়ের কালো আইন বাতিল করে অবিলম্বে বকেয়া বিল পরিশোধের দাবি জানান।

‌                ঝিনাইদহ সওজ’রনির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ঠিকাদারদের বকেয়া বিলের জন্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় এলেই বকেয়া বিল পরিশোধ করা হবে।