গাংনীর ভাটপাড়া আবাসনের বাসিন্দা রশিদার আত্মহত্যা

 

গাংনী প্রতিনিধি: রশিদা খাতুন (৩০) নামের এক নারী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর গাংনী উপজেলার ভাটপাড়া আবাসন এলাকায় এ ঘটনা ঘটে। রশিদা খাতুন আবাসনের খাইরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরের আড়ার সাথে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রশিদা খাতুন। তবে তার মামা রামকৃষ্ণপুর ধলা গ্রামের সামসুল হক থানায় অভিযোগ করেন তাকে হত্যা করা হতে পারে। পুলিশ অভিযোগ আমলে নিয়ে লাশের ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছে। গাংনী থানা সূত্রে জানা গেছে, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। আজ বুধবার সকালে রশিদার লাশ ময়নাতদন্তশেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।