গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী গ্রামে বাড়ির ছাদ থেকে পড়ে বকুল হোসেন (২৭) নামের এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে বকুলের কোলে থাকা এক বছর বয়সী এক শিশুপুত্র। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বকুল হোসেন বামন্দী বাজারের একজন কাপড় ব্যবসায়ী। গতকাল সকালে তিনি নিজ বাড়ির দোতলার ছাদে শিশুপুত্রকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছিলেন। অসাবধানতাবশত তিনি শিশুকে কোলে নিয়েই নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বকুলের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।