স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী চুয়াডাঙ্গা আসছেন। কুষ্টিয়া থেকে সড়ক পথে আলমডাঙ্গা হয়ে আজ মঙ্গলবার সকাল পৌঁনে ৯টায় তিনি চুয়াডাঙ্গা সার্কিট হাউজে পৌঁছুবেন। সকাল সাড়ে ১০টায় তিনি দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি, রেলওয়ে পোর্ট ও সীমান্ত এলাকা পরিদর্শন করবেন। দুপুরে তিনি দর্শনা থেকে মুজিবনগরের উদ্দেশে রওনা হবেন। মুজিবনগর দর্শন শেষে তিনি মেহেরপুর সার্কিট হাউজের উদ্দেশে রওনা হবেন। বিকেলেই তিনি কুষ্টিয়া হয়ে ঢাকার উদ্দেশে রওনা হবেন। গতকাল তিনি কুষ্টিয়ায় সার্কিট হাউজে রাতযাপন করেন।