দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ চুয়াডাঙ্গার কেদারগঞ্জের রফিকুল নামের এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ রফিকুলসহ ২ জনের বিরুদ্ধে দায়ের করেছে মামলা। গতকাল সোমবার দুপুর দুটোর দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পুরাতন বাজার মোড়ে। এ সময় পুলিশ একটি করিমনের গতিরোধ করে গ্রেফতার করে চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ জোলপাড়ার ইসরাইল হোসেনের ছেলে রফিকুল ইসলামকে (২৪)। পুলিশ বলেছে, রফিকুলের কাছে থাকা কাপড়ের থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ৩১ বোতল ফেনসিডিল। গ্রেফতারকৃত রফিকুল বলেছে, এ ফেনসিডিল সে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুরের অভিযুক্ত মাদককারবারী মিলনের কাছ থেকে কিনে চুয়াডাঙ্গার উদ্দেশে যাচ্ছিলো। এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে গতকালই দামুড়হুদা থানায় রফিকুল ও মিলনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।