স্টাফ রিপোর্টার:দশম সংসদে দ্বিতীয় অধিবেশন বসছে আগামী ৩ জুন, এ অধিবেশনেই আগামী অর্থবছরের বাজেট পাস হবে।আগামী৫ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেট সংসদে প্রস্তাব করতেপারেন বলে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।অর্থমন্ত্রীরবাজেট প্রস্তাবের পর এর ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। মাসের শেষ দিকে বাজেট পাসহবে।রাষ্ট্রপতিমো আবদুল হামিদ ৩ জুন বিকেল ৫টায় সংসদ অধিবেশন আহ্বান করেছেন বলে রোববার নোটিসজারি করেছে সংসদ সচিবালয়।গত২৯ জানুয়ারি যাত্রা শুরু করে বিএনপিবিহীন দশম জাতীয় সংসদ। গত ১০ এপ্রিল এর প্রথমঅধিবেশন শেষ হয়।উপর্যুপরিদ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর এটাই হতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমানসরকারের প্রথম বাজেট। এতে আগামী ৫ বছরের অথনৈতিক পরিকল্পনার দিক-নির্দেশনা থাকবেবলে মুহিত জানিয়েছেন।শেখ হাসিনার সরকারের গত বাজেট অধিবেশনের প্রায় সবকটিতে অনুপস্থিত ছিলো তখনকার প্রধান বিরোধী দল বিএনপি।তবে দশম সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি সংসদ বর্জন করতে চায় না বলে ইতোমধ্যে জানিয়েছে।