১ ছাত্রলীগ নেতা ১ যুবদল কর্মী
স্টাফ রিপোর্টার:লক্ষ্মীপুর সদর উপজেলার হাজীপাড়া বটতলায় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতেগতকাল রোববার চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আবু নোমান (৩০) ওযুবদল কর্মী জাহাঙ্গীর হোসেন (৩২) নিহত হয়েছেন।আবু নোমানঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে জাহাঙ্গীরকে গুলিবিদ্ধ অবস্থায় নোয়াখালীরএকটি প্রাইভেট ক্লিনিকে নেয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। লক্ষ্মীপুরসদর পশ্চিম উপজেলা যুবদলের সভাপতি মো. খালেদ মোহাম্মদ আলী কিরণ জানান, রাত নয়টায় বটতলা এলাকার সিয়াম পেট্রোল পাম্পের পাশে এ ঘটনা ঘটে।লক্ষ্মীপুরসদর থানার এএসআই মুকবল হোসেন জানান, বটতলার পাশে ক্রিকেট খেলা চলছিলো।আমরা চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিলাম কিছুক্ষণ পর সিয়াম পেট্রোল পাম্পের পাশেগুলির খবর জানতে পারি। এসে দেখি সেখানে কোনো মানুষ নেই। একটি লাশ রাস্তারপাশে পড়ে আছে। লাশটি লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাই।নিহতছাত্রলীগ নেতা আবু নোমান লক্ষ্মীপুর সদর উপজেলার আমানী লক্ষ্মীপুর গ্রামেরআবু সুফিয়ানের পুত্র। নিহত যুবদল কর্মী জাহাঙ্গীর হোসেনের বাড়ি সদরউপজেলার পশ্চিম লতিফপুর গ্রামে।লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি শেখ জামাল রিপন দাবি করেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা ছাত্রলীগ নেতা আবু নোমানকে হত্যা করেছে।