মোদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন

 

স্টাফ রিপোর্টার:ভারতেরভবিষ্যৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোনে অভিনন্দন ও শুভেচ্ছাজানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণওজানান।
তিনি জানান, গতকালরোববার বাংলাদেশ সময় সকাল ৯টায়প্রধানমন্ত্রী ভারতীয় নেতাকে টেলিফোন করেন।প্রধানমন্ত্রীবাংলাদেশের সরকার, জনগণ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং নিজের ব্যক্তিগত পক্ষথেকে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা দেন। দু নেতার টেলিফোন কথোপকথনে বাংলাদেশেরপ্রধানমন্ত্রী ভারতীয় নেতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বলেও উল্লেখকরেন। টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সবসময় প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী।দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে অতীতের মতো ভবিষ্যতেও যে কোনো সমস্যা সমাধানেদুদেশের সরকার আন্তরিকভাবে কাজ করে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।