মুজিবনগরে এক সপ্তায় চারটি বাল্যবিয়ে বন্ধ

 

 

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় এবং মুজিবনগর থানা পুলিশের যৌথ অভিযানে গত এক সপ্তায় চারটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। গত ৫ মে সোমবার মহাজনপুর ইউনিয়নের যতারপুর গ্রামের মওলাদের মেয়ে মিতা ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী, ১১ মে দারিয়াপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের আব্দুল জাব্বারের মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী শাপলা, ১৬ মে বাগোয়ান ইউনিয়নের বাগেয়ান গ্রামের ফেরদোসের মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী বিউটি খাতুন এবং ১৭ মে বাগোয়ান ইউনিয়নের বাগেয়ান গ্রামের মৃত কটা শাহর মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী কল্পনা খাতুনের বাল্যবিয়ে বন্ধ হয় মুজিবনগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় এবং মুজিবনগর থানা পুলিশের যৌথ অভিযানে।