বেলুন ফোলানো গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে জাবি শিক্ষার্থীর মৃত্যু

 

 

স্টাফ রিপোর্টার: রাজধানীরকামরাঙ্গীর চরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আলামীন (২৬) মারা গেছেন। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় ঢাকামেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আলামীনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী। এর আগে বিকেল সোয়া ৪টায় তাকেঢামেকের জরুরি বিভাগে নেয়া হয়।রোবববার বিকেল সাড়ে ৩টায় তিনি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারাত্মক দগ্ধ হয়।সূত্রজানায়, কামরাঙ্গীরচর মধ্য রসূলপুর এলাকার বাসেদ মোল্লার গলির সড়কে এ ঘটনাঘটে। আলামীন সড়ক দিয়ে হাঁটার সময় একটি বেলুন ফোলানোর দোকানের গ্যাসসিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আলামীনের পিঠ, বুক, হাতসহ শরীরের বিভিন্ন স্থানদগ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে বিকেল সোয়া ৪টায় ঢামেক হাসপাতালে ভর্তি করাহয়।আলামীনের মামা নাদিম হোসেন জানান, আলামীন জগন্নাথবিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী। সে তার পরিবারের সাথে ওই এলাকাতেইএকটি বাড়িতে ভাড়া থাকতো। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর থানারগন্ডামারা গ্রামে। তার বাবার নাম মন্টু খাঁ।