কালীগঞ্জপ্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জের আড়পাড়া গ্রামে ৫ মাসের শিশুসন্তান খুন হয়েছে। শিশুসন্তানের মা তাকে জবাই করে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত শিশু নুসরাত একই গ্রামের নজরুল ইসলাম পিন্টুর কন্যা। পুলিশ অভিযুক্ত মা বৈশাখি খাতুনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গতকালরোববার সকাল সাড়ে ৯টার দিকে।
ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, জেলার কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া গ্রামে মা বৈশাখি খাতুন রোববার সকাল সাড়ে ৯টার দিকে নিজ শিশুকন্যা নুসরাতকে বাথরুমে নিয়ে কুপিয়ে খুন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ও ঘাতক মাকে আটক করে।ঘাতক বৈশাখি খাতুন মানুষিকভাবে অসুস্থ কি-না তা ডাক্তারি পরীক্ষা শেষে জানা যাবে বলে তিনি আরও জানান।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্থানীয়রা বলেছে, শিশু নুসরাত হওয়ার পর থেকে তাকে দাদির কাছেই থাকতো। রোববার সকালে তার মা অসুস্থ হয়ে পড়লে নুসরাতকে বৈশাখীর কাছে রাখা হয়। এ সুযোগে বৈশাখী মেয়েকে বাথরুমে নিয়ে বঁটি দিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলেন। এরপর বাইরে এসে তিনি সবাইকে বলেন, ‘আমার মেয়েকে জবাই করে দিয়েছি।’ তারপর বাড়ির সবাই বাথরুম থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বৈশাখী বেগমকে আটক করেছে।