চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হলেন ভাইস চেয়ারম্যান পারুল

 

দামুড়হুদা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হলেন দামুড়হুদা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল। গতকাল রোববার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসে স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্র হাতে পেয়েছেন ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল। তাকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত করায় তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়ার সহসভাপতি তারেক জিয়াও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস স্বাক্ষরিত পত্র সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির রাজনীতি গতিশীল ও সুসংগঠিত করতে কেন্দ্রীয় কমিটি পূর্বের কমিটি ভেঙে সম্প্রতি অহিদুল ইসলাম বিশ্বাসকে আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান খাঁন বাবুকে ১ নং যুগ্মআহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করে দেয়। ৫১ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে নতুন করে দামুড়হুদা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুলকে সদস্য হিসেবে অন্তভূক্ত করে নিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের “বিএনপি/৭৪/৪০/২০১৪ নং স্বারকে” গত ২৯ শে এপ্রিল জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসকে পত্রদিয়ে অবহিত করেন। কেন্দ্রীয় কার্যালয়ের পত্রটি হাতে পেয়ে জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস বিধি মোতাবেক দামুড়হুদা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুলকে আহ্বায়ক কমিটিক সদস্য হিসেবে অন্তভূক্ত করে নিয়েছেন মর্মে পত্র মারফত পারুলকে তা জানিয়েছেন। ফলে বর্তমানে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য সংখ্যা ৫২ জনে উপনিত হলো।