গাংনীতে জালটাকাব্যবসায়ী ১০ হাজার জাল টাকাসহ গ্রেফতার

 

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রাম থেকে ১০ হাজার জালটাকাসহ শফিকুল ইসলাম (২৭) নামের এক জালটাকাব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে বামন্দী পুলিশ ক্যাম্পের এসআই শামসুল আলম এ অভিযান পরিচালনা করেন।

এসআই শামসুল আলম জানান, মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের আবুল কালামের ছেলে শফিকুল ইসলাম একজন জালটাকা ব্যবসায়ী। সে টাকা হাতবদল করতে বালিয়াঘাট গ্রামে অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০টি ৫শটাকার নোট ও ৫টি এক হাজার টাকা নোট উদ্ধার করা হয়। যার সবগুলোই জাল। তার নামে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গতকালই পুলিশ বাদী হয়ে ১৯৭০ সালের বিশেষ ক্ষমতা আইনে শফিকুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। ওই মামলায় আজ তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে থানাসূত্রে জানা গেছে।