ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের নেতা-কর্মীদের সাথে আকস্মিক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়ন আ.লীগের সাইকেল বাজারস্থ কার্যালয়ে শওকত আলী তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর। সফর সঙ্গী হিসেবে ছিলেন উপজেলা যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান এস.এম জাকারিয়া আলম, গোলাম ফারুক আরিফ, এমপির সহোদর আলী মুনসুর বাবু, বিল্লাল হোসেন, সেক্রেটারি নজীর আহমেদ, আ.লীগ নেতা শহিদুল হক, হাজি ফজলুল হক, কাদের বিশ্বাস, ডা. রবিউল হক শওকত আলী, এমএ জলিল, মিন্টু বিশ্বাস, রবিউল হোসেন শুকলাল, যুবলীগ নেতা আব্দুস সালাম বিশ্বাস, সাইফুল ইসলাম, আব্দুল হাকিম, আব্দুর রাজ্জাক, বখতিয়ার খলজী বকুল, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু।