আলমডাঙ্গার বেনাগাড়ী গ্রামে কাবিখা প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ

 

মেম্বার শাহাজুদ্দিনের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ

মোমিনপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বেনাগাড়ী গ্রামে সড়কে মাটি ভরাটের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। কাবিখা প্রকল্পের আওতায় বরাদ্দকৃত সড়কে মাটি ভরাট কাজে অনিয়ম করায় গ্রামবাসী ৩নং ওয়ার্ড মেম্বার পিআইসি শাহাজুদ্দিন মণ্ডলের বিরুদ্ধে বিক্ষোভসহ ফুসে উঠেছে। গ্রামবাসীর অভিযোগ নামমাত্র কাজ করে মেম্বার শাহাজুদ্দিন বাকি টাকা আত্মসাৎ করেছে।

সরেজমিনে জানা গেছে, নাগদাহ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আওতায় বেনাগাড়ী গ্রামে কাবিখা প্রকল্পের মাটি ভরাটের কাজের জন্য পিআইসি মেম্বার শাহাজুদ্দিন মণ্ডল সোয়া ৮ টন গম বরাদ্দ পান। বেনাগাড়ী গ্রামের আবুল কাশেম, মিনারুল, আব্দুর রাজ্জাক, মকলেছুর রহমান, রবিউল, ছানোয়ার হোসেন, ইকরামুল হক, মনোয়ার হোসেনসহ অনেকে গতকাল রোববার বিকেলে অভিযোগ করে জানান, মেম্বার শাহাজুদ্দিন মণ্ডল আমাদের সড়কে মাটি ভরাটের কাজে নামমাত্র কাজ করে কৌশলে বাকি টাকা আত্মসাৎ করেছে। অভিযোগকারীরা জানান, বেনাগাড়ী মোড়ের সাদ্দামের চায়ের দোকানের সামনে থেকে আরিফুলের বাড়ির সামনে পর্যন্ত সড়কে আনুমানিক দু শ ফুট মাটি ভরাট করা হয়েছে। গত চার দিন আগে এ কাজ শুরু হয় এবং গত শুক্রবার মাটি ভরাটের কাজ শেষ হয়। এদিকে সড়কে নামমাত্র মাটি ভরাট করে বাকি টাকা আত্মসাৎ করায় গ্রামের লোকজন মেম্বার শাহাজুদ্দিন মণ্ডলের বিরুদ্ধে গতকাল বিকেলে বিক্ষোভ করে এবং ফুসে ওঠে। এ ব্যাপারে ৩নং ওয়ার্ডের মেম্বার শাহাজুদ্দিন মণ্ডল জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা।