মাথাভাঙ্গা মনিপর: পিছিয়ে পড়েও বার্সেলোনাকে রুখে দিয়ে লা লিগারচ্যাম্পিয়ন হলো আতলেতিকো মাদ্রিদ। ১-১ গোলের ড্রতে ক্যাম্প নউকে স্তব্ধ করেদিয়ে যোগ্যতর দল হিসেবেই শিরোপা জিতলো এ মরসুমের চমক জাগানো দলটি।এটা আতলেতিকোর দশম শিগ শিরোপা। এর আগে ১৯৯৫-৯৬ মরসুমে শেষবার চ্যাম্পিয়নহয়েছিলো আতলেতিকো। সেবার ভিসেন্তে কালদেরনের ক্লাবটিতে খেলা দিয়েগো সিমেওনেইএখন কোচ হিসেবে দলকে শিরোপা জেতালেন। গতকালশনিবার অ্যালেক্সিস সানচেসেরপ্রথমার্ধের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই দিয়েগো গদিনের গোলেসমতা ফেরায় আতলেতিকো। ১৮ বছর পর শিরোপা জয়ের জন্য এ একটা পয়েন্টই দরকারছিলো তাদের।২০০৩-০৪ মরসুমের পর রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ছাড়া ফেরনতুন কোনো চ্যাম্পিয়ন পেলো লা লিগা। ১০ বছর আগের ওই মরসুমে শিরোপা জিতেছিলোভালেন্সিয়া। এরপর থেকে কখনও রিয়াল আবার কখনও বার্সেলোনাই চ্যাম্পিয়ন হয়েছে।প্রথমদিকে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে না পারলেও ৩৪তম মিনিটেআলেক্সিস সানচেসের অসাধারণ এক গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেইবার্সেলোনার সাবেক স্ট্রাইকার দাভিদ ভিয়ার শট পিন্তোকে ফাঁকি দিলেও বলফিরিয়ে দেয় গোলপোস্ট। তবে তিন মিনিট পরেই সমতা ফেরায় আতলেতিকো। ডান প্রান্তথেকে কোকের কর্নারে জোরালো হেডে গোল করেন ডিফেন্ডার দিয়েগো গদিন।