মাথাভাঙ্গা মনিটর: লাওসে বিমান দুর্ঘটনায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ডাওয়াংচাই পিচিত ও তার স্ত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার খবরে বলা হয়, মন্ত্রী রাষ্ট্রীয় কাজে বিমানবাহিনীর একটিউড়োজাহাজে চড়ে শিয়াংকুয়াং রাজ্যে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়েন। এ সময়তার স্ত্রী ছাড়াও আরো ২০ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বিমানটিতে ছিলেন।গণমাধ্যমের সাথে কথা বলার অনুমতি না থাকায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ নিয়ে পরিস্কার কিছু বলেননি।তবেলাওসের প্রতিবেশী দেশ থাইল্যান্ডের গণমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনায়মন্ত্রী ও তার স্ত্রী মারা গেছেন। তিন, চারজন যাত্রী বেঁচে থাকতে পারেন।রাজধানীভিয়েনতিনা থেকে প্রায় পাঁচশকিলোমিটার দূরে রাজ্যটির অবস্থান। সরকারিকর্মকর্তারা রাষ্ট্রীয় কাজে সেখানে যাচ্ছিলেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরেবলা হয়।রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেপিএল-র খবরে বলা হয়, বিমানবাহিনীর এক পাইলট এনটোনভ এএন-৭৪-৩০০ বিমানটি চালাচ্ছিলেন।গত বছর অক্টোবরেও খারাপ আহ্বাওয়ার কারণে লওসের একটি যাত্রীবাহী বিমান ম্যাকং নদীতে পড়ে গিয়ে ৪৯ জনের মৃত্যু হয়েছিলো।