আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরের রাজনগর গ্রামের জামায়াত কর্মীর হাফেজ আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে পুরাতন দরবেশপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজনগর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে জামায়াতকর্মী আব্দুস সালাম পুরাতন দরবেশপুর জামে মসজিদের ইমাম। গতকাল দুপুরে জোহরের নামাজ পড়াতে যাওয়ার সময় বারাদী ক্যাম্প পুলিশ তাকে গ্রেফতার করে।