মাথাভাঙ্গা মনিটর:ব্রাজিলবিশ্বকাপের জন্য ৩২টি দেশের ঘোষিত প্রাথমিক দলগুলোয় অধিকাংশ খেলোয়াড়ইইউরোপের। এর মধ্যে ক্লাব বিচারে চেলসিই বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৮ জনখেলোয়াড় জোগান দিতে যাচ্ছে। পশ্চিম লন্ডনের ক্লাবটির পরেই আছেম্যানচেস্টার ইউনাইটেড।তাদের খেলোয়াড় ১৬ জন।চেলসির খেলোয়াড়দেরমধ্যে চারজন হলেন লুই ফিলিপ স্কোলারির ঘোষিত ব্রাজিল দলের। এরা হলেনঅস্কার, উইলিয়ান, র্যামিরেস ও ডেভিড লুইস। ব্লুজ দলে আরো আছেন দুইংল্যান্ড খেলোয়াড় ফ্রাংক ল্যাম্পার্ড ও গ্যারি কাহিল, স্পেন দলেরফার্নান্দো টোরেস ও সিজার অ্যাজপিলিচুয়েটা এবং বেলজিয়ামের এডেনহ্যাজার্ড, রোমেলু লুকাকু ও থিয়াবল্ট কোর্টোয়েস।কোচ হোসেমরিনহোর দলটি থেকে বিশ্বকাপগামী অন্য খেলোয়াড়রা হলেন, ক্যামেরুনেরস্যামুয়েল ইতো, জার্মানির আন্দ্রে শুরলে, নাইজেরিয়ার জন ওবি মিকেল, ভিক্টরমোজেস ও কেনেথ ওমেরি, ঘানার ক্রিস্টিয়ান অ্যাটসু এবং নেদারল্যান্ডসেরপ্যাট্রিক ভন অ্যানহল্ট। ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য মরসুমটি দুর্দশারহলেও বিভিন্ন দেশের জাতীয় দলের ম্যানেজাররা ওল্ড ট্র্যাফোর্ডেরখেলোয়াড়দের কোনো উপেক্ষা দেখাননি। ওয়েন রুনি, জাভিয়ের হার্নান্দেজ ও রবিনফন পার্সি নিশ্চিত ভাবেই ১২ জুন ব্রাজিলে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটিতেখেলতে যাচ্ছেন।রেড ডেভিলসদের মতোই সমান সংখ্যক খেলোয়াড় নির্বাচিত হয়েছেনবায়ার্ন মিউনিখ থেকে। যদিও বায়ার্ন তারকাদের অধিকাংশই জার্মান জাতীয় দলের।এদের মধ্যে আছেন ম্যানুয়েল ন্যুয়ের, জোরোমে বোয়েটাং, বাস্টিয়ানশোয়েনস্টেইগার, টনি ক্রোস, থমাস মুলার, মারিও গোটজে ও ফিলিপ লাহম কোচজোয়াকিম লোয়ের ২৩ সদস্যের চূড়ান্ত দলেই ঠাই পাবেন বলে আশা করা যায়।তারকাবিচারে খুব বড় মাপের কেউ না থাকলেও ইটালির নেপোলি আছে এ তালিকায় তৃতীয়স্থানে। ৩০ সদস্যের প্রাথমিক দলের খেলোয়াড়সহ এ ক্লাবটির সংখ্যা বিচারেবার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের চাইতে এগিয়ে।দু স্প্যানিশজায়ান্টদের মধ্য থেকে কোচরা বেছে নেন ১৩জন করে খেলোয়াড়। তবে এখেলোয়াড়দের মধ্যেই আছেন বিশ্ব ফুটবলের সবচাইতে বড় দু তারকা লিওনেল মেসি ওক্রিশ্চিয়ানো রোনালদো। একই সংখ্যার সাম্যতায় দাঁড়িয়ে সদ্য ইংলিশপ্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এ দলটির খেলোয়াড়দের মধ্যেউজ্জ্বল নামগুলো হলো-সের্জিও অ্যাগুয়েরো, পাবলো জাবালেটা ও মার্টিনদেমেছেলিস।আর্সেনাল ও লিভারপুলের ১২ জন করে খেলোয়াড় আছেন এখনপর্যন্ত। ২ জুন ২৩ সদস্যের চূড়ান্ত তালিকা ঘোষণার পর অবশ্য পরিস্থিতি বদলেযাবে। ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্তাসের ১২ জন তারকা বিশ্বকাপগামী বিভিন্নদলে ঠাঁই পেয়েছে। কার্লোস তেভেজ ক্লাবটির হয়ে দারুণ একটা মরসুমের পরওআর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলার তরফে উপেক্ষার শিকার না হলেসংখ্যাটি বাড়তে পারতো।চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট অ্যাটলেটিকোমাদ্রিদ থেকে বিশ্বকাপে যাচ্ছেন ১১ জন। এদের মধ্যে অগ্রগণ্য হলো-তিনস্প্যানিশ দিয়েগো কস্তা, কোক ও জুয়ানফ্রান। অন্য ক্লাবগুলোর মধ্যেপোর্তো, ইন্টার মিলান, এসি মিলান, জেনিট সেন্ট পিটার্সবার্গ থেকেনির্বাচিত হয়েছেন ১০ জন করে। এছাড়াও আছে বরুশিয়া ডর্টমুন্ড (আট) ওসাউদাম্পটন (সাত)।চেলসি: ১৮ জন।ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখ ১৬ জন করে। নেপোলি: ১৪ জন। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি: ১৩ জন করে। জুভেন্তাস, আর্সেনাল, লিভারপুল: ১২ জন করে। অ্যাটলেটিকো মাদ্রিদ: ১১ জন। পোর্তো, ইন্টার মিলান, এসি মিলান, জেনিট: ১০ জন করে। বরুশিয়া ডর্টমুন্ড, প্যারি সেন জার্মেই: ৮ জন করে। সাউদাম্পটন, শালকে ও রোমা: ৭ জন করে।