জীবননগর বালিহুদায় অবশিষ্টটাকার জন্য দ্বিতীয় দফা ডাকাতি!

 

 

জীবননগর ব্যুরো: দু ভাইয়ের বাড়িতে ডাকাতির একদিন পর অবশিষ্ট টাকার জন্য দ্বিতীয় দফায় ডাকাতদল হানা দিয়েছে। ডাকাতদল এসময় নুলোর বাড়িতে হানা দিয়ে গৃহকর্তাকে উদ্দেশ্য করে বলে গতকাল আমরা তোর বাড়ি হতে ৫০ হাজার টাকা ডাকাতি করেছিলাম; কিন্তু সকালে তুই প্রচার করেছিস আমার ৮০ হাজার টাকা ডাকাতি হয়েছে। আমরা তো তোর বাড়ি হতে ৫০ হাজার টাকা নিয়ে গিয়েছিলাম আজ অবশিষ্ট ৩০ হাজার টাকা দে। দু দফা এ ডাকাতির ঘটনাটি ঘটে গত বুধ ও বৃহস্পতিবার রাতে জীবননগর উপজেলার বালিহুদা গ্রামে।

জানা যায়, জীবননগর উপজেলার বালিহুদা ঢাকালেপাড়ার মৃত জিন্নাত আলী মণ্ডলের ছেলে আব্দুর রশিদ ও নুলোর বাড়িতে গত বুধবার ডাকাতি হয়। ডাকাতদল এ দু ভাইয়ের বাড়ি হতে নগদ টাকা, অলংকার ও মোবাইল সেট ডাকাতি করে। গতবৃহস্পতিবার সকালে নুলো প্রচার করে ডাকাতদল তার বাড়ি হতে ৮০ হাজার টাকা ডাকাতি করে নিয়ে গেছে। ডাকাতদলের কানে এ খবর পৌঁছুনোর পর অবশিষ্ট ৩০ হাজার টাকা ডাকাতির উদ্দেশে গত বৃহস্পতিবার রাতে দ্বিতীয় দফায় নুলোর বাড়িতে হানা দেয়।