মাথাভাঙ্গা মনিটর: অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের দুই গোলে বরুসিয়াডর্টমুন্ডকে হারিয়ে জার্মান কাপ শিরোপা ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ।জার্মানির দ্বিতীয় সেরা ফুটবল প্রতিযোগিতায় দেশের সবচেয়ে সফল ক্লাবটির এটি১৭তম শিরোপা।গতবার জার্মানির প্রথম দল হিসেবে ‘ট্রেবল’ অর্থাৎচ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেসলিগা ও জার্মান কাপ শিরোপা জিতেছিল বায়ার্ন। এবারচ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল খেকে বিদায় নিলেও জার্মানির দুটি প্রতিযোগিতারশিরোপা ধরে রাখলো তারা।সাত ম্যাচ বাকি থাকতেই বুন্দেসলিগার শিরোপা জেতা পেপগার্দিওলার বায়ার্ন শনিবার ২-০ গোলে হারিয়েছে বরুসিয়াকে। গোল দুটি করেছেন আরিয়ানরবেন ও টমাস মুলার।