সরেজমিনে লোকমোর্চা : আলেয়াকে আইনি সহায়তা প্রদানের আশ্বাস
স্টাফ রিপোর্টার: আলেয়ার পাশে দাঁড়িয়েছে চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চা। গতকাল শনিবার দুপুরে লোকমোর্চার একটি দল আলেয়ার বাড়িতে উপস্থিত হয়ে ঘটনার বর্ণনা শোনেন এবং আইনি সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে আগামীকাল সোমবার উভয় পক্ষকে জেলা লোকমোর্চার অফিসে আসতে বলেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরে তিতুদহ ইউনিয়নের বলদিয়া বাইনেপাড়া ইলা উদ্দিনের স্বামী পরিত্যক্তা মেয়ে এক সন্তানের জননী আলেয়া খাতুন অভিযোগ তুলেছেন পার্শ্ববর্তী হিজলগাড়ি স্কুলপাড়ার ইলেকট্রনিক ও গানডাউনলোড ব্যবসায়ী আমির হোসেনের ছেলে মোহাম্মদ আলী বিয়ের নাটক সাজিয়ে ৮ মাস ধরে দেহভোগ করে আসছে। এ বিষয়ে গতকাল দৈনিক মাথাভাঙ্গায় একটি প্রতিবেদন প্রকাশিত হলে চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চা সরেজমিনে আলেয়ার বাড়িতে উপস্থিত হয়ে ঘটনার বর্ণনা শোনে। পরে অভিযুক্ত মোহাম্মদ আলীর বাড়িতে যায়। সেখানে মোহাম্মদ আলীকে পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, উত্থাপিত অভিযোগ সঠিক নয়। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তাদের আবেদনের প্রেক্ষিতে আগামীকাল সোমবার জেলা লোকমোর্চার অফিসে সালিসের আয়োজন করা হয়েছে। সালিসে মোহাম্মদ আলীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি আলেয়াকেও জবাবদিহিতা করতে হবে। রেজমিনে উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. আলমগীর হোসেন পিপি, জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ, কামরুজ্জামান যুদ্ধ, শাহানাজ পারভীন শান্তি প্রমুখ।