আলমডাঙ্গায় লোকমোর্চার নতুন কার্যকরি কমিটি গঠিত

 

সভাপতি এম. সবেদ আলী সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি

আলমডাঙ্গা ব্যুরো: গতকাল শনিবার সকাল ১০টায় আলমডাঙ্গা এম. সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা লোকমোর্চার এক গুরুত্বপূর্ণ জরুরিসভা অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম. সবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জজকোর্টের পি.পি ও জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. আলমঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কুমারী ইউপির সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান, জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ, ওয়েভ ফাউন্ডেশনের ব্যবস্থাপক কামরুজ্জামান যুদ্ধ, আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক বাড়াদী ইউপির সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু, ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা শাহানাজ পারভীন শান্তি। এম. সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমারী ইউনিয়নের লোকমোর্চার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, লোকমোর্চার সহসভাপতি গোলাম সরোয়ার, ডাউকী ইউনিয়ন লোকমোর্চার সভাপতি এমদাদ হোসেন প্রমুখ। সভা শেষে সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে এম. সবেদ আলীকে সভাপতি, সিনিয়ার সহসভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু ও মনিরুজ্জামান মনিকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।