শৈলকুপায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০ :বাড়ি ভাঙচুর ও লুটপাট

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনিপুর গ্রামে গতকাল শুক্রবার দুপুরে দু দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এসময় ৫টি বাড়ি ভাঙচুর হয়েছে। আহতদের কুষ্টিয়া,ঝিনাইদহ ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান,তামাকক্ষেতে পানি দেয়াকে কেন্দ্র করে শুক্রবার সকালে আনিপুর গ্রামের মানিক ও সাইদ নামে দু যুবকের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে বেলা ১২টার দিকে আনিপুর গ্রামের আবু তালেব ও দবির মণ্ডলের সমর্থকরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আনিপুর গ্রামের দবির,মন্টু মিয়া,আক্তার হোসেন,হাফিজুর রহমান,মনিরুল ইসলাম,তৈয়ব আলী,হায়দার আলী,আয়ূব হোসেন,লাল্টু,মানিকসহ অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষের সময় প্রতিপক্ষ আবু তালেব মণ্ডলের সমর্থকরা দবিরসহ তার ৫ সমর্থকের বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে শৈলকুপা থানায় এখনো কোনো মামলা হয়নি।