মেহেরপুর অফিস:মেহেরপুর জেলায় এই প্রথম চালু হলো দ্রুত গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ। শহরের কাসারীপাড়ায় আই হোম সিস্টেম ব্রন্ডব্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রভাইডার নামের একটি প্রতিষ্ঠান এ কার্যক্রম চালু করেছে। গতকাল শুক্রবার দুপুরে এর অনুষ্ঠানিক উদ্বোধন করেন মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আই হোম সিস্টেম ব্রন্ডব্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রভাইডারর সভাপতি আরিফুর রহমান মিন্টু। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক তুহিন আরন্য ওজেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান উদ্দীন আহম্মেদ রুপক। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিরাজুস সালেকীন জুয়েল, ওয়াহেদ, বাবলা, আব্দুর রকিব প্রমুখ। সংযোগ পেতে যোগাযোগ- ০১৭৭৮৮৮৮৬৬৬। এছাড়াও ইন্টারনেট সেবার বিষয়ে বিস্তারিত যোগাযোগ আরিফুর রহমান মিন্টু- ০১৯১৫-২১৬২১৬।