দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকা থেকে দৌলতপুর আসনের সংসদ সদস্যের ভাগ্নেকে ফেনসিডিলসহ আটক করেছে র্যাব।
র্যাব ও পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আল্লারদর্গা বাজারে দৌলতপুর আসনের এমপি রেজাউল হক চৌধুরীর ছোট ভাই টোকন চৌধুরীর অফিসের সামনে একটি সিএনজিতে তোলার সময় বস্তাভর্তি ২৯৪ বোতল ফেনসিডিলসহ আব্দুর রাজ্জাক (৩৪) নামে এক ফেনসিডিলব্যবসায়ীকে আটক করেন। রাজ্জাক সোনাইকুণ্ডি গ্রামের মৃত মহম্মদ আলী এবং দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর চাচাতো বোনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, টোকন চৌধুরীর অফিস থেকে ফেনসিডিলগুলো সিএনজিতে তোলা হচ্ছিলো। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।