তৃণমূলের দখলে থাকলো পশ্চিমবঙ্গ

 

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে তৃণমূলের দখলে থাকলো পশ্চিমবঙ্গ। লোকসভানির্বাচনের ফলাফলে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। মোট ৪২টি আসনের মধ্যে৩৪টিতে জিতেছে তৃণমূল।

পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে এবার জয়জয়কারমমতার।  কংগ্রেস এর আগে জিতেছিলো ৬টিতে। এবার ২টি কমে ৪টি জিতেছে। বিজেপিদুটি আসন পেয়েছে। আগে ছিলো একটি। এর আগে পশ্চিমবঙ্গে মমতার আসন ছিলো১৯টি। এবার সে তুলনায় ১৫টি আসন বেড়েছে। অন্যদিকে বামফ্রন্ট্রের আসন এবারআশঙ্কাজনকহারে কমেছে। সর্বশেষ ১৫তম লোকসভায় পশ্চিমবঙ্গে বামফ্রন্টর আসনছিলো ১৫টি। এবার ১৩টি হাতছাড়া হয়ে মাত্র দুটি আসন ধরে রাখতে সক্ষম হয়েছেবিজেপি গোটা ভারতে জয়জয়কার হলেও পশ্চিমবঙ্গে বাস্তবিক অর্থে তেমন সুবিধাকরতে পারেনি। একইসাথে ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসেরভরাডুবি ঘটেছে।কারণ মমতা এর আগে বিজেটি ও কংগ্রেসের সাথে জোট করে যা করতেপারেনি, এবার একাকি নির্বাচন করেই বাজিমাত করেছে তৃণমূল। তবে এককসংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকারে থাকছেন না মমতা। এমন খবরই পাওয়া যাচ্ছেমিডিয়ায়।