আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আলমডাঙ্গা শহরে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

 

আলমডাঙ্গা ব্যুরো: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আলমডাঙ্গা শহরের মুরগিবাজারে জোরপূর্বক ঘরনির্মাণের অভিযোগ উঠেছে শ্যামপুরের আমানুল হকের বিরুদ্ধে।এ ব্যাপারে ওই জমির মালিক গতকাল শুক্রবার আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানাগেছে,আলমডাঙ্গা শহরের থানাপাড়ার মুসা হক মিয়া ১৯৮৪ সালে শহরের মুরগিপট্টিতে প্রায় ৫ শতক জমি কেনেন।ওই একই জমি দু বছর পর শ্যামপুর গ্রামের মৃত ভাদু মণ্ডলের ছেলে আমানুল হক ও তার ভাই আইনুল হকের ছেলে আলী রেজা কেনেন বলে দাবি করেন। গত বছর তারা ওই জমি দখল করতে গেলে মুসা হক আদালতে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আদালত ওই বিবাদমান জমই দখল কিংবা স্থাপনা নির্মাণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন। এ নিষেধাজ্ঞা থাকা সত্বেও তারা জোরপূর্বক জমি দখল করে ঘরনির্মাণ শুরু করেছেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করে ঘরনির্মাণ করার অভিযোগ তুলে মুসা হক আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।