৩টি মডেল মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ

 

স্টাফ রিপোর্টার:দেশের ৩১০টি মডেল মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণের দাবিতে একযোগে সারাদেশের মতো গতকাল চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট জেলার ৩টি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে স্মারকলিপি পেশ করা হয়েছে। ৩টি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের হাতে এ স্মারকলিপি তুলে দেন।উপস্থিত ছিলেন আলমডাঙ্গা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, দামুড়হুদা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী আব্দুস সামাদ, সিনিয়র সহকারী শিক্ষক মাও. ইসহাক আলী, গৌতম কুমার পাল, আজিজুর রহমান, ইসাহক আলী, আতিকুর রহমান, মানোয়ার হোসেন, শরাফত হোসেন প্রমুখ।