মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার তুরস্ক সীমান্তবর্তী এলাকায় গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে।বিবিসির খবরে বলাহয়, আলেপ্পো প্রদেশে বাদ আল সালাম সীমান্তের কাছে কারাজ সাজু এলাকায় একটি গাড়িতেবিস্ফোরণ ঘটে।সিরিয়ারমানবাধিকার সংগঠন সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইট জানায়, নিহতদের মধ্যে তিনশিশু ও পাঁচজন নারী রয়েছেন।রয়টার্সের খবরেবলা হয়, ১২টি অ্যাম্বুলেন্সে করে আহতদেরকে সীমান্তের ওপারে তুরস্কের একটিহাসপাতালে নেয়া হয়েছে।দুর্ঘটনার স্থানটিবিদ্রোহীগোষ্ঠী ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভেন্ট (আইএসআইএস) এরনিয়ন্ত্রণে রয়েছে।