স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা এমবি মানিক। গত বুধবার এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।জানাযায়, গত বছরের ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এমবি মানিক।সেখানে তিনি একটি দোকান পরিচালনা করেন। বুধবার স্থানীয় সময় বেলা তিনটায়একদল সন্ত্রাসী তার নিউইয়র্কের দোকানে চাঁদা চাইতে এলে তাদের সাথেবাগবিতণ্ডার একপর্যায়ে সন্ত্রাসীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। সাথেসাথে স্থানীয় হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।অভিকথাচিত্রের ম্যানেজার স্বপন বাবু জানান, যুক্তরাষ্ট্রে তিনি একাই থাকতেন।পরিবারের কেউ তার সাথে থাকতো না। এমবি মানিকের বাড়ি ফেনী জেলায়। তিনিবাবা-মা, স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। এমবি মানিক দুবছর ধরেআমেরিকায় একটি দোকান পরিচালনা করে আসছিলেন।এম বি মানিক নব্বইয়ের দশকেসহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। তারপর দুর্ধর্ষছবির মাধ্যমেপূর্ণাঙ্গ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এ নির্মাতার উল্লেখযোগ্যছবিগুলো হলো, কঠিন প্রেম, এক টাকার দেনমোহর, জান আমার জান, জান কোরবান, বলোনা তুমি আমার, প্রেম কয়েদী।