মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে দু দিনব্যাপি ডিজিটাল মেলা। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। মুজিবনগর উপজেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা (রাজস্ব) হেমায়েত হোসেন, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক ও বাগোয়ান ইউপি চেয়ার ম্যান আয়ূব হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।