খবর: (চুয়াডাঙ্গা পলাশপাড়ায় ব্লেড দিয়ে স্ত্রীর ওপর স্বামীর হামলা)
ভাতার থাকে পরের ঘরে
ভাত দেবে না গোসাই,
কিল মারে সে দফায় দফায়
কী করে তা পোষায়?
শূন্য কলস আর কতোকাল বাজবে
খালি পেটে বউ কীভাবে সাজবে
তা বোঝে না স্বামী;
বিয়ের পরে ঘর গোয়ালে
চলে না পাগলামি।
অর্থ ছাড়া ভালোবাসা
জালনা দিয়ে পালায়,
হাটকুড়েরা বোঝে না তাই
মরছি স্বামীর জ্বালায়!
-আহাদ আলী মোল্লা