স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় স্মৃতি বিজরিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দুদিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২৪ মে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ২৫ মে অর্থাৎ ১১ জ্যৈষ্ঠ জন্মদিন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সকল অনুষ্ঠানগুলো কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে আয়োজিত প্রস্তুতিসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতিসভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, এনটিভির জেলা প্রতিনিধি অ্যাড. রফিকুল ইসলাম, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, কার্পাসডাঙ্গা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হামিদুল ইসলাম, অগ্নিবীণার যুগ্মসম্পাদক হাসমত আলী, নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য আফাজ উদ্দিন, দামুড়হুদা সাহিত্য পরিষদ সদস্য আমজাদ হোসেন ও হায়দার আলী, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাইরুল বাশার,কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সমাজসেবক আব্দুস সালাম বিশ্বাস, জাহিদুর রহমান, রফিকুল আলম, শওকত আলী, রবিউল হোসেন শুকলাল, আশরাফ হোসেন, জসিম উদ্দিন, ওস্তাদ আক্কাছ আলী, প্রকৃতি বিশ্বাস বকুল, পুরোহিত রেভা মিঠু মল্লিক,ক্যাথেলিস্ট তপন মণ্ডল, রহমত বিশ্বাস, কবি মুরশিদ, আব্দুল আলীম, রতন কুমার শর্মা, হোসনে আরা, প্রভাষক নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ওস্তাদ আসমত আলী বিশ্বাস ও সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল।