ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবারো চাকরি প্রত্যাশী বহিরাগতরা চাকরির দাবিতে ক্যাম্পাসের গাড়ি অবোরোধ করেন। গতকাল দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মেন গেটে এ ঘটনা ঘটে। পরে প্রক্টর তাদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করেন।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেটে বহিরাগতদের চাকরির এজেন্ডা অন্তর্ভুক্ত করতে দেরি করায় বহিরাগত চাকরি প্রত্যাশী সাবেক ইবি শাখা ছাত্রলীগের (বিলুপ্ত কমিটির) কয়েকজন নেতাকর্মী তাদের চাকরির দাবিতে দুপুর ১টা থেকে বিশ্ববিদ্যালয়ের মেন গেটে অবস্থান নেন।ক্যাম্পাসের তৃতীয় শিফটের দুপুর ২টার গাড়ি ক্যাম্পাসে এলেও ক্যাম্পাস থেকে যাবার পথে মেন গেটে তারা গাড়ি আটকে দেন। প্রায় ১ ঘন্টা ধরে গাড়ি চলাচল বন্ধ থাকে। এতে সাধারণ শিক্ষার্থীরা দুপুরের কাঠফাটানো রোদে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার হন।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান প্রক্টরিয়াল বডিসহ ঘটনাস্থলে আসেন এবং চাকরি প্রত্যাশীদের সাথে কথা বলে সমস্যার সমাধান করেন। পরে দুপুর ৩টার দিকে ক্যাম্পাস থেকে ১ঘন্টা দেরিতে ক্যাম্পাসের গাড়িগুলো ছেড়ে যায়।নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, কথায় কথায় চাকরি প্রত্যাশীরা একের পর এক গাড়ি অবরোধ, হরতাল, ভাঙচুর করে যাচ্ছে। এতে আমাদের শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দ্রুত এর স্থায়ী সমাধান চাই।