স্টাফ রিপোর্টার: তিনটি ধাপে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম আজবৃহস্পতিবার শুরু হচ্ছে। ২০১৫ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবেতারাই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ পাচ্ছেন। এছাড়া যাদের বয়স আগেই ১৮ বছর পূর্ণ হয়েছে অথচ ভোটার হননি তাদেরকেও ভোটার হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
প্রথম ধাপেসারাদেশের ১৮১টি উপজেলায় এই কার্যক্রম শুরুর কথা থাকলেও অনেক উপজেলায় এখনোভোটার নিবন্ধন ফরম পৌঁছেনি। এমনকি উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারাএ সংক্রান্ত চূড়ান্ত কোনো পরিকল্পনাও জানেন না।ভোটার তালিকার হালনাগাদ কাজ আজ শুরু হচ্ছে।