দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের অভিযুক্ত মাদককারবারী ঝন্টু আটক

 

দর্শনা অফিস: দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের অভিযুক্ত ফেনসিডিলকারবারী ঝন্টুকে আটক করেছে বিজিবি। দর্শনা বিজিবি একাধিক ফেনসিডিল মামলার পালাতক আসামি ঝন্টুকে আটক করে সোপর্দ করেছে বিজিবির হাতে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুর স্কুলপাড়ার আকবর আলীর ছেলে অভিযুক্ত ফেনসিডিলকারবারী ঝন্টুর বিরুদ্ধে রয়েছে একাধিক ফেনসিডিল মামলা। বিজিবি কর্তৃক দায়েরকৃত মামলাগুলো পুলিশি তদন্তাধীন। গতপরশু মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের ল্যান্সনায়েক রাসেল শিকদার সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে দর্শনা পুরাতন বাজার রেলগেট থেকে আটক করেন ঝন্টুকে। আটকের পরপরই ঝন্টুকে পুলিশে সোপর্দ করা হয়।