জীবননগর ব্যুরো: জীবননগর অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুর রহমানকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলা অফিসার্স ক্লাবের সহসভাপতি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসানুজ্জামান নূপুরের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. গোলাম মোর্তূজা, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো.আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম রসুল প্রমুখ।