জীবননগরে মহিলাসহ তিনজন গ্রেফতার

 

জীবননগর ব্যুরো: জীবননগরে পুলিশ অভিযান চালিয়ে এক মহিলাসহ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- উপজেলার সেনেরহুদা গ্রামের ফেলু মণ্ডলের ছেলে ইদ্রিস আলী (৪০), তালসার গ্রামের রবিউল ইসলামের ছেলে আলিহিম (২৮) ও কিতাব আলীর স্ত্রী রোজিনা (৫২)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।