চুয়াডাঙ্গার বদরগঞ্জে জামায়াতের আটক নেতাদের মুক্তির দাবিতে সমাবেশ

 

বদরগঞ্জ প্রতিনিধি: আটক জামায়াত নেতাদের মুক্তির দাবিতে সমাবেশ করেছে চুয়াডাঙ্গা সদর উপজেলা জামায়াত নেতৃবৃন্দ। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে কুতুবপুর ও শঙ্করচন্দ্র ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বদরগঞ্জ বাজার মসজিদ মার্কেট প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশেচুয়াডাঙ্গা সদর উপজেলা জামায়াতের আমির মো.আব্দুল রউফ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর আমির মো. মফিজ উদ্দিন জোয়ার্দ্দার, জেলা জামায়াতের সদস্য অ্যাড. আসাদুজ্জামান, পৌর সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, শঙ্করচন্দ্র ইউনিয়নের জামায়তের আমির মো. উসমান গণি ও কুতুবপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক ডা. আব্দুর রহমান প্রমুখ।