মাথাভাঙ্গা মনিটর:ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের একটি শিল্পোদ্যানে চীন-বিরোধী বিক্ষোভকারীরা কয়েকটি কারখানায় আগুন দিয়েছে।চলতি মাসের শুরুর দিকে দক্ষিণচীন সাগরের বিরোধপূর্ণ এলাকায় চীনের একটি তেলের রিগ বসানোকে কেন্দ্র করে ভিয়েতনামেএ বিক্ষোভ শুরু হয়েছে। ক্ষুব্ধ ভিয়েতনামীরা বিভিন্ন কারখানায় আগুন দেয়ার পাশাপাশিভাঙচুরও চালিয়েছে।শিল্পোউদ্যানের ব্যবস্থাপক গত মঙ্গলবার তিনটি কারখানায় আগুনদেয়ার কথা জানালেও অন্য কয়েকটি প্রতিবেদনে এ সংখ্যা ১৫ উল্লেখ করাহয়েছে।বিন দুওং নাই প্রদেশের তাইওয়ানি কোম্পানিগুলো এ রোষেরশিকার হয়েছে।বিক্ষোভকারীরা ভুল করে এ কোম্পানিগুলো চীনের মালিকানাধীন ভেবে এগুলোতেআগুন দেয়।ভিয়েতনামের কর্মকর্তারা ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত না জানালেওবলেছেন, বিক্ষোভকারীরা কারখানাগুলোর প্রবেশপথ গুঁড়িয়ে দিয়েছে এবং জানালা ভাঙচুরকরেছে।পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবেপুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।