গাড়িতে কালো কাচ নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

 

স্টাফ রিপোর্টার: গাড়িতেকালো কাচ ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করাহয়েছে। এ রিটে কালো কাচ নিষিদ্ধে সরকারের সিদ্ধান্তকে কেন অবৈধ ঘোষণা করাহবে না তা জানতে চেয়েও রুল জারির আবেদন করা হয়েছে। একই সাথে রিটে কালোগ্লাস নিষিদ্ধে সরকারের সিদ্ধান্তকে কার্যকরের ওপর স্থিতাবস্থা জারির আদেশচাওয়া হয়েছে।গতকাল বুধবার সুপ্রিমকোর্টের সংশিষ্ট শাখায় আইনজীবীআসাদুজ্জামান সিদ্দিকী ও এখলাছ উদ্দিন ভূঁইয়ার পক্ষে অ্যাডভোকেট মনজিলমোরশেদ এ রিট আবেদনটি করেন।রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশেরমহাপরিদর্শক, ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার, যুগ্ম কমিশনারসহ (ট্রাফিক) মোট ৫ জনকে বিবাদী করা হয়েছে।বিচারপতি মির্জা হুসেইন হায়দারও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চেআগামী রোববার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।গত৩০ এপ্রিল গাড়িতে কালো গ্লাস ব্যবহার নিষিদ্ধ করে সরকার একটি প্রজ্ঞাপনজারি করে। সে প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করেই এ রিট দায়ের করা হয়।প্রসঙ্গত, নারায়ণগঞ্জের সাত খুনের পর আইনশৃঙ্খলা বাহিনীর কালো গ্লাসের গাড়ি ও শাদাপোশাকে অভিযান নিয়ে প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতে সরকার গাড়িতে কালো গ্লাসব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।