গাজী আউটশুভাগত ইন

 

স্টাফ রিপোর্টার: ইনজুরিরকারণে ‘এ’ দলের স্কোয়াড থেকে বাদ পরেছেন অফস্পিনার সোহাগ গাজী। তারজায়গায় দলে সুযোগ পেয়েছেন শুভাগত হোম চৌধুরী। গতকাল বুধবার এমনটি নিশ্চিত করেছেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ওয়েস্ট ইন্ডিজ সিরিজ উপলক্ষে গত১০ মে ১৫ সদস্যের দল ঘোষণা করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতেঅফস্পিনার সোহাগ গাজীর নামও ছিলো। অবশ্য দল ঘোষণার আগ থেকেই ইনজুরির কবলেছিলেন গাজী। আশা করা হচ্ছিলো চোট সেরে উঠতে পারবেন। কিন্তু অবস্থার উন্নতিনা হওয়া তার পরিবর্তে শুভাগত হোমকে ‘এ’ দলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।২২মে বারবাডোজের উদ্দেশ্যে বিমানে উঠবে বাংলাদেশ ‘এ’ দল। ওয়েস্ট ইন্ডিজ সফরেদুটি চার দিনের,তিনটি ওয়ানডে এবং দুটি সীমিত ওভারের টি-টোয়েন্টি ম্যাচখেলবে বাংলাদেশ যুব দল। ২৬ মে চার দিনের ম্যাচ দিয়ে সফরের আনুষ্ঠানিকতাশুরু হবে। লংগার ভার্সনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২ জুন। জুনের ৮,১০ ও১৩ তারিখ পঞ্চাশ ওভারের ওয়ানডে ম্যাচগুলো হবে। আর ১৪ ও ১৫ জুন টি-টোয়েন্টিম্যাচ দুটি হবে। ১৬ জুন ঢাকায় ফেরার কথা রয়েছে বাংলাদেশ ‘এ’ দলের।

উল্লেখ্য,আজ বৃহস্পতিবার থেকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবে বাংলাদেশ‘এ’ দল। দেশ ছাড়ার আগে এক সপ্তাহ অনুশীলনের সময় পাবেন এ দলের ক্রিকেটাররা।