এবার ইন্টারনেট ছাড়াই চ্যাট

 

মাথাভাঙ্গা মনিটর: এবারইন্টারনেট ছাড়াই চলবে মোবাইল চ্যাট। বিনা ইন্টারনেটেই এখন ব্যবহার করাযাবে হোয়াটসঅ্যাপ। যুগান্তকারী এই প্রযুক্তি শিগগিরই হাতের মুঠোয় পেয়ে যাবেনহোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। এ প্রযুক্তির নাম মেস নেটওয়ার্ক। এপ্রযুক্তির মাধ্যমে দুনিয়ার মানুষ যুক্ত হবে ইন্টারনেটে। আর এজন্য কোনোরকম ইন্টারনেট সংযোগের প্রয়োজন পড়বে না।দেখা গেছে, জঙ্গল ওপ্রত্যন্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না আবার বিশেষ ক্ষেত্রে কিছুস্থানে মোবাইল নেটওয়ার্ক ব্লক করে দেয়া হয়। এ সময় চ্যাট ও মেসেজ পাঠানোঅসম্ভব হয়ে যায়। এবার মেস নেটওয়ার্কএ সমস্যার সমাধান করতে চলেছে।মেসনেটওয়ার্ক কি: মেস নেটওয়াক অনেকটা সাইকেলের চাকার মতো। যার প্রত্যেকটিস্পক একটি কেন্দ্রীয় বিন্দুতে গিয়ে যুক্ত। মেস নেটওয়ার্কের কেন্দ্রীয়বিন্দু মোবাইলফোন নেটওয়ার্ক, ইন্টারনেট নেটওয়ার্ক এবং কম্পিউটারে সরবরাহকরে। যদি আপনার মোবাইলে সিগন্যাল না থাকে, তবে আপনি মেস নেটওয়ার্কেরমাধ্যমে অন্য মোবাইলে মেসেজ করতে পারবেন।