আমঝুপি ইউপির ৯নং ওয়ার্ডে উপনির্বাচন ২৭ মে

 

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে উপনির্বাচন হচ্ছে আগামী ২৭ মে ইতোমধ্যে মেহেরপুর জেলা নির্বাচন অফিসকর্তৃক এ নির্বাচনী এলাকার ইউপি সদস্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

মেহেরপুর সদর উপজেলার নির্বাচন অফিসার ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারসূত্রে জানা গেছে,গত ১১মে ছিলো প্রার্থীদের প্রার্থীপদে আবেদনের শেষ দিন। ওয়ার্ডের হিজুলী গ্রামের মৃত আইজদ্দিনের ছেলে বাবলু ও মো. রেজাউল হকের ছেলে ওয়াহিদুজ্জামান এবং রঘুনাথপুর গ্রামের মশিউর রহমান ডাবলু ও মোখলেছুর রহমান সদস্য পদে প্রার্থী হয়েছেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৫ মে। ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৫০৩ জনের মধ্যে পুরুষ ১ হাজার ৭৪৫ ও নারী ১ হাজার ৭৫৮ জন। ভোটকেন্দ্র ২টি হিজুলী ও রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উল্লেখ্য,গত বছরের ৩০ ডিসেম্বর আমঝুপি ইউনিয়নের হিজুলী গ্রামের ইউপি সদস্য হাজি আব্দুল জাব্বার যৌথবাহিনীর হাতে আটকের পর বন্দুকযুদ্ধে নিহত হন। ফলে এ পদটি শূন্য হয়ে পড়ায় ৫ মাস পর স্থানীয় সরকার মস্ত্রণালয় এ নির্বাচনের আয়োজন করে।