স্টাফ রিপোর্টার: স্ত্রীর শরীরে ব্লেড মেরে রক্তাক্ত জখম করেছেন পাষণ্ড স্বামী চুয়াডাঙ্গা পলাশপাড়ার আব্দুস সালাম। স্ত্রী মর্জিনা খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে তার কাটা স্থানে ১৭টি সেলাই দেয়া হয়। মর্জিনার অভিযোগ যৌতুকের দাবিতে সে আমার গায়ে ব্লেডের পোঁচ মেরেছে।
জানা গেছে, ৯ বছর আগে চুয়াডাঙ্গার দামুড়হুদার বিষ্ণপুর গ্রামের মস্তবারীর মেয়ে মর্জিনা খাতুনের বিয়ে হয়। স্বামী আব্দুস সালাম মর্জিনাকে নিয়ে চুয়াডাঙ্গা পলাশপাড়ায় থাকেন। এরই মধ্যে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে পলাশপাড়ায় তাদের মধ্যে গণ্ডগোল হয়। এক পর্যায়ে ব্লেড দিয়ে মর্জিনার মুখে পোঁচ মারেন আব্দুস সালাম। এতে চোয়াল থেকে গলা পর্যন্ত কেটে যায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মর্জিনা অভিযোগ করেন যৌতুকের দাবিতে আমার ওপর নির্যাতন চালানো হয়েছে। গতরাত ৮টার দিকে জেলা লোকমোর্চার সহায়তা নিয়ে মর্জিনা থানায় মামলা করেছেন।