মাথাভাঙ্গা মনিটর: ঘুষনেয়ার অভিযোগে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্টকে ছয় বছরেরকারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একইসাথে তাকে দু লাখ ৮৯ হাজার ডলারওজরিমানা করা হয়েছে। ওলমার্ট হলেন প্রথম কোনো ইসরায়েলি সাবেক প্রধান যাকেকারাদণ্ড দেয়া হলো।গতকাল মঙ্গলবার ইসরায়েলের একটি আদালত ওলমার্টের বিরুদ্ধে এই রায় দেন।এবিষয়ে ওলমার্টের এক মুখপাত্র জানান, তারা এ রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল করবেন। ততোদিন পর্যন্ত তাকে জামিন দেয়া যায় কি-না সে ব্যাপারটিওদেখা হচ্ছে।গত মার্চে ৬৮ বছর বয়সী ওলমার্টের বিরুদ্ধে জেরুজালেমের মেয়র থাকাকালীন একটি আবাসন কোম্পানির কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়।