মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ২

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ (৪৩) ও মহাজনপুর গ্রামের জামাত সমর্থক মনি মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে বল্লভপুর গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুর রশিদ ও সন্ধ্যায় মহাজনপুর গ্রাম থেকে মনিকে গ্রেফতার করে মুজিবনগর থানা পুলিশ। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান জানিয়েছেন, গ্রেফতার হওয়া দুজন হরতাল অবরোধের সময় নাশকতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার আসামি। পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়েছে। আজবুধবার সকালে তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।